প্রাচীন ভারতের সন, তারিখ ও সম্বত/অব্দ

বৌদ্ধ সম্বত486 খৃীষ্ট পূর্বাব্দ ।(চীনা মতে)
জৈন সম্বত527 খৃীষ্ট পূর্বাব্দ ।
বিক্রম সম্বত58 খৃীষ্ট পূর্বাব্দ ।
শকাব্দ78 খৃীষ্ট পূর্বাব্দ, কনিষ্ক প্রচলন করেন।
গুপ্তাব্দ319-320 খৃীষ্টাব্দ, প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত।
হর্ষাব্দ606 খৃীষ্টাব্দ, প্রচলন করেন হর্ষবধন।
চালুক্য বিক্রমাব্দ1075 খৃীষ্টাব্দ, এটির প্রচলন করেন চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য।
লক্ষনাব্দ1119, এটির প্রচলন করেন লক্ষন সেন।
ইলাহী সম্বত1556, প্রচলন করেন মুঘল সম্রাট আকবর।